ইউরোপের ৫টি  শহরে অফিস বন্ধ করল এয়ার ইন্ডিয়া

মহামারির জের। কোনও উড়ান নেই। তাই এয়ার ইন্ডিয়া ইউরোপের ৫টি শহরে অফিস বন্ধ করে দিল। এই অফিসগুলি হলো অস্ট্রিয়ার ভিয়েনা, ইতালির মিলান, স্পেনের মাদ্রিদ, ডেনমার্কের কোপেনহেগেন ও সুইডেনের স্টকহোম। এয়ার ইন্ডিয়ার অফিস থেকে জানানো হয়েছে, পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত। আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়ে বলা হয়েছে, বন্দে ভারত মিশন বা দৈনিক ফ্লাইট আপাতত নেই। কিন্তু কর্মীদের ভবিষ্যৎ কী হবে জানা যায়নি।

Previous articleমোদির কাছে পাওনা অর্থ দাবি করে মিলেছে মাত্র ৪১৭ কোটি, ক্ষুব্ধ মমতা
Next articleআজ সুপ্রিম কোর্টে সুশান্ত মামলা, রিয়া শিবিরে ব্যাপক টেনশন