আজ সুপ্রিম কোর্টে সুশান্ত মামলা, রিয়া শিবিরে ব্যাপক টেনশন  

আজ সুপ্রিম কোর্টে সুশান্ত সিং রাজপুতের মামলার রায় দেওয়ার কথা বিচারপতির। মঙ্গলবার এই মামলার রায় বিচারপতি দেননি। নির্দেশ দিয়েছিলেন, বৃহস্পতিবারের মধ্যে সকলে যেন তাদের বক্তব্য লিখিতভাবে জানায়। একইসঙ্গে রিয়া চক্রবর্তী মামলাটি পাটনা হাই কোর্ট থেকে স্থানান্তর করার আবেদন জানিয়েছিলেন। আজ সেই আবেদনেরও শুনানি হবে। সুপ্রিম কোর্টে রিয়ার আইনজীবী শ্যাম দিবানের অভিযোগ ছিল, তিনি মিডিয়া ট্রায়ালের শিকার। সুশান্তকে তিনি ভালবাসতেন এবং তার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি করেন। রিয়ার আইনজীবীর অভিযোগ বিহারে মামলা করা হয়েছে রাজনৈতিক কারণে। পাল্টা সুশান্তের আইনজীবী বলেন, মহারাষ্ট্র পুলিশ ও সরকারের তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণেই এই মামলা করতে হয়েছে।

Previous articleইউরোপের ৫টি  শহরে অফিস বন্ধ করল এয়ার ইন্ডিয়া
Next articleকর সংস্কারের ঘোষণা কেন্দ্রের, কী বললেন প্রধানমন্ত্রী?