Thursday, August 28, 2025

সঙ্কটজনক হলেও স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি, টুইটে জানালেন অভিজিৎ

Date:

সঙ্কটজনক হলেও স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় বুধবার রাতে টুইট করে জানান “আপনাদের সবার প্রার্থনায়, আমার বাবা হেমোডায়নামিক্যালি স্টেবল। তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানাই। ধন্যবাদ “।
দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থা এখনও সঙ্কটজনক। ভেন্টিলেটরে থাকলেও তিনি হেমোডায়নামিক্যালি স্টেবল রয়েছেন। হৃদযন্ত্রে রক্ত চলাচল স্বাভাবিক থাকলে, তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হেমোডায়নামিক্যালি স্টেবল বলা হয়।
এদিন দুপুরে ট্যুইট করেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, গত বছর 8 অগাস্ট তাঁর জীবনের অন্যতম সেরা আনন্দের দিন। কারণ সেদিন তাঁর বাবা ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক এক বছর পরে এবছর 10 অগাস্ট তিনি আশঙ্কাজনক। এরপর শর্মিষ্ঠা লেখেন, “তাঁর (বাবার) জন্য যেটা সবথেকে ভালো ঈশ্বর যেন তাই করেন। আর আনন্দ ও দুঃখ দুটোকেই সমানভাবে সহ্য করার ক্ষমতা যেন আমায় দেন”। যাঁরা তার বাবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শর্মিষ্ঠা।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version