Monday, December 1, 2025

কলকাতা পুলিশে সংক্রমণ কমাতে নয়া নির্দেশ লালবাজারের

Date:

Share post:

কলকাতা পুলিশে করোনা-আক্রান্তের সংখ্যা
রোজই বৃদ্ধি পাচ্ছে৷ সংক্রমণের হার কমাতে চায় লালবাজার। আর সে কারনেই বাহিনীর সদস্যদের জন্য নির্দিষ্ট কার্যবিধি বা ‘SOP’ তৈরি করেছে লালবাজার। ৩০ পাতার ওই কার্যবিধিতে করোনা-আবহে কী করা দরকার এবং কী করা একদমই উচিত নয়, তা বলা রয়েছে। বুধবার রাতের মধ্যেই সব থানা, ট্র্যাফিক গার্ড ও ইউনিটে এই নতুন নির্দেশিকা বা SOP পৌঁছে দেওয়া হয়েছে৷
লালবাজারের এই নয়া নির্দেশিকা বা SOP-তে বলা হয়েছেঃ

◾(১) থানা, ট্র্যাফিক গার্ড ও পুলিশের সমস্ত ইউনিটে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে৷

◾(২) ট্র্যাফিক গার্ড ও থানায় বহিরাগতদের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে দিতে হবে।

◾(৩) এই নির্দিষ্ট জায়গাতেই বহিরাগতরা অভিযোগ নথিবদ্ধ করিয়ে যাবেন।

◾(৪) বহিরাগতদের সঙ্গে পুলিশকর্মীদের কথা বলার জন্য আলাদা ভিজিটর্স রুমও তৈরি করতে হবে৷

◾(৫) থানা কিংবা ট্র্যাফিক গার্ডে প্রবেশের আগে বহিরাগতদের থার্মাল স্ক্রিনিং ও হাত জীবাণুমুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক৷

◾(৬) এই কাজের জন্য এক জন পুলিশকর্মী গেটের সামনে ডিউটিতে থাকবেন।

◾(৭) ‘অন ডিউটি’ অবস্থায় প্রত্যেক পুলিশকর্মীকে বাধ্যতামূলক ভাবে ফেস শিল্ড ও মাস্ক পরতে হবে।

◾(৮) সঙ্গে স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।

◾(৯) প্রতিদিন অফিস ও থানার প্রবেশপথ জীবাণুনাশক রাসায়নিক দিয়ে পরিষ্কার করতে হবে৷

◾(১০) থানা, ট্র্যাফিক গার্ড কিংবা অন্য ইউনিটের বাইরে সরকারি গাড়ি ও বেসরকারি গাড়ির পৃথক পার্কিং লট তৈরি করতে হবে৷

◾(১১) রাস্তায় নাকা তল্লাশির সময়ে ত্রিস্তরীয় মাস্ক এবং গ্লাভস পরতে বলা হয়েছে।

◾(১২) নথি পরীক্ষার সময়ে ২০ গজ দূরে গাড়ি দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

◾(১৩) ওই সময়ে চালক কিংবা মালিকের সঙ্গে যাতে তাঁদের শারীরিক দূরত্ব বজায় থাকে, তা-ও নিশ্চিত করতে হবে পুলিশকর্মীদের।

◾(১৪) গ্লাভস না পরে তল্লাশির সময়ে কোনও নথি ধরতে বারণ করা হয়েছে৷

সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি গার্ডেনরিচ থানার এক আধিকারিক প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পর থেকেই সংক্রমণ লাফিয়ে বেড়েছে কলকাতা পুলিশের কর্মী-অফিসারদের মধ্যে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন পুলিশকর্মী। এর মধ্যে রয়েছেন, দক্ষিণ শহরতলি ডিভিশনের এক এসি। এ দিন রাত পর্যন্ত বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা ১৬২৮। তবে এ দিনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ জন। এ নিয়ে মোট ১৩২৫ জন সুস্থ হয়েছেন।

spot_img

Related articles

এসএসসির গ্রুপ সি ও ডি: বাড়ল সময়সীমা, এখন পর্যন্ত ৮ লক্ষের বেশি আবেদন

চাকরীপ্রার্থীদের জন্য সুখবর। গ্রুপ সি ও ডির আবেদন করার শেষ সময়সীমা বৃদ্ধি করল এসএসসি। পূর্বে আবেদন জমা দেওয়ার...

SIR ইস্যুতে উত্তাল সংসদ! আলোচনা এড়াচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের

সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে আলোচনা এড়ানোর চেষ্টা করছে মোদি সরকার—এমনই অভিযোগ...

কোর্টকেও অস্বীকার স্বৈরাচারী কেন্দ্রের! সোনালি বিবি-প্রসঙ্গে তোপ অভিষেকের

সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত বলে দিয়েছে সোনালি বিবিরা ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সরকারকেই তাঁদের ফেরানোর উদ্যোগ নিতে হবে।...

প্লট বণ্টন দুর্নীতিতেও এবার হাসিনার শান্তি ঘোষণা, কারাদণ্ড রেহানা-টিউলিপেরও

জুলাই গণঅভ্য়ুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর এবার বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)...