বিডিও-এসডিওদের কাজের উপর নজরদারি এবার নবান্নর

আমফানের ত্রাণ বিতরণে জেলা প্রশাসনের কাজে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু জেলায় বিডিও-এসডিওদের ব্যর্থতার কারণে রাজ্য সরকারের মুখ পুড়েছে। এই কারণে এবার থেকে এসডিও-বিডিও-এডিএমদের কাজের মূল্যায়ণ সরাসরি করবে মুখ্যমন্ত্রীর দফতর।

আমফানের ত্রান নিয়ে রাজ্যে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠে মুখ্যমন্ত্রী যখন ঘটনার গভীরে ঢুকতে থাকেন, তখন বুঝতে পারেন, প্রশাসনিক স্তরে কিছু গলদের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তারপরই তিনি সিদ্ধান্ত নেন, জেলাস্তরের বিষয়গুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে রাজ্যে বিডিও রয়েছেন ৩৪০ জন, এসডিও ৬৬জন ও এডিএম ৪৬জন। তাঁদের রিপোর্ট এবার মুখ্যমন্ত্রীর দফতরের টেবিলে পড়বে। মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হলে তবেই পরবর্তী সিদ্ধান্ত।

Previous articleএ রাজ্যের কোভিড যোদ্ধাদের মৃত্যু হলে বা কাজ করতে অক্ষম হয়ে পড়লে তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের।
Next article‘সৎ’ করদাতাদের সম্মান জানাতে করদানের নতুন প্ল্যাটফর্ম চালু: প্রধানমন্ত্রী