শহরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, বকেয়া মিটিয়েই নিতে হলো মৃতদেহ

এবার বাগুইআটির বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি ও শিশুমৃত্যুর গুরুতর অভিযোগ উঠল।

কৌশিক চক্রবর্তীর স্ত্রী নিশা চক্রবর্তী গত ২৪ জুন এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। তবে সদ্যোজাত পুত্র সন্তানের হৃদযন্ত্রে ফুটো ধরা পড়ে। এরপরই বাগুইআটির ওই বেসরকারি হাসপাতালে সদ্যোজাত শিশুটিকে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালটি ওই শিশুর স কোনও চিকিৎসাই করেনি। অথচ আকাশছোঁয়া বিল করা হয়েছে।

বিশাল অঙ্কের বিল করার পরও শিশুটিকে বাঁচানো যায়নি।
আজ, বুধবার ওই শিশুটির মৃত্যু হয়। পুত্র সন্তানের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন বাড়ির লোক। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তারপরও তাঁদের হেনস্থা করে। কর্তৃপক্ষ জানায়, পুরো টাকা দিলে তবেই সন্তানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই দাবিদাওয়াকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় পরিবারের লোকেদের। এরপর শেষে আরও ২০ হাজার টাকা জমা নিয়ে হাসপাতাল থেকে দেহ ছাড়ে কর্তৃপক্ষ। তবে জানা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই শিশু পরিবার এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি।

Previous articleআমফান বিধ্বস্ত বই পাড়ার পাশে কামাল হোসেনের সংগঠন
Next articleব্রেকফাস্ট নিউজ