Monday, January 12, 2026

দুর্নীতির অভিযোগ তুলে এবার বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছেড়ে যোগ তৃণমূলে

Date:

Share post:

রাজনীতিতে দলবদল, এ দেশে বা রাজ্যে নতুন কিছু নয়। সংসদীয় গণতন্ত্রে যে কোনও সময় যে কোনও ব্যক্তি তাঁর রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন ঘটিয়ে দল ছাড়তেই পারেন। যোগ দিতে পারেন অন্য দলেও। তবে এবার যেটা হলো, তা কার্যত নজিরবিহীন।

একুশের বিধানসভা নির্বাচনের বিরাট ভাঙন রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসা বিজেপির। ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন। একসঙ্গে গোটা একটা ব্লকের প্রায় সব নেতাই দল ছাড়লেন! গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এর আগে রাজ্য রাজনীতিতে
এমন ঘটনা তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না।

বিজেপির ঝাড়গ্রাম জেলা সম্পাদক-সহ সাঁকরাইল এবং রোহিনীর সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ থেকে শুরু করে একাধিক মন্ডল সভাপতি, একাধিক যুব এবং মাদারের বহু নেতৃত্ব দলত্যাগ করেন। সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁরা। দলত্যাগী নেতাদের মতে বিজেপি নেতৃত্ব ও সাধারণ কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় পাঁচশো ছাড়িয়েছে।

তাঁদের অভিযোগ, বিজেপি যা বলেছিল কার্যক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টো। যে সমস্ত পঞ্চায়েত তাঁদের দখলে সেখান থেকে টাকা নয়ছয়, স্বজনপোষণ, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিজেপি জেলা নেতৃত্বকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। আর সে কারণেই মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখাতে তাঁরা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

লোকসভা এবং পঞ্চায়েত ভোটের আগে বিজেপির যা প্রতিশ্রুতি ছিল, রাজ্যস্তর এবং কেন্দ্রস্তরে তার কোনওটাই চোখে পড়ছে না বলেও অভিযোগ করেছেন দলত্যাগী নেতা-কর্মীরা।

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...