Monday, August 25, 2025

দুর্নীতির অভিযোগ তুলে এবার বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছেড়ে যোগ তৃণমূলে

Date:

Share post:

রাজনীতিতে দলবদল, এ দেশে বা রাজ্যে নতুন কিছু নয়। সংসদীয় গণতন্ত্রে যে কোনও সময় যে কোনও ব্যক্তি তাঁর রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন ঘটিয়ে দল ছাড়তেই পারেন। যোগ দিতে পারেন অন্য দলেও। তবে এবার যেটা হলো, তা কার্যত নজিরবিহীন।

একুশের বিধানসভা নির্বাচনের বিরাট ভাঙন রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসা বিজেপির। ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন। একসঙ্গে গোটা একটা ব্লকের প্রায় সব নেতাই দল ছাড়লেন! গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এর আগে রাজ্য রাজনীতিতে
এমন ঘটনা তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না।

বিজেপির ঝাড়গ্রাম জেলা সম্পাদক-সহ সাঁকরাইল এবং রোহিনীর সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ থেকে শুরু করে একাধিক মন্ডল সভাপতি, একাধিক যুব এবং মাদারের বহু নেতৃত্ব দলত্যাগ করেন। সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁরা। দলত্যাগী নেতাদের মতে বিজেপি নেতৃত্ব ও সাধারণ কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় পাঁচশো ছাড়িয়েছে।

তাঁদের অভিযোগ, বিজেপি যা বলেছিল কার্যক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টো। যে সমস্ত পঞ্চায়েত তাঁদের দখলে সেখান থেকে টাকা নয়ছয়, স্বজনপোষণ, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিজেপি জেলা নেতৃত্বকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। আর সে কারণেই মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখাতে তাঁরা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

লোকসভা এবং পঞ্চায়েত ভোটের আগে বিজেপির যা প্রতিশ্রুতি ছিল, রাজ্যস্তর এবং কেন্দ্রস্তরে তার কোনওটাই চোখে পড়ছে না বলেও অভিযোগ করেছেন দলত্যাগী নেতা-কর্মীরা।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...