Wednesday, December 17, 2025

গেহলট সরকারকে অপদস্থ করতেই আজ রাজস্থানে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিজেপি

Date:

Share post:

সংখ্যার হিসাবে সরকার ফেলা যাবে না জেনেও স্রেফ কৌশলে সরকারকে অপদস্থ করতেই শুক্রবার রাজস্থান বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। গতকালই বিরোধী দলনেতা গুলাবচাঁদ কাটারিয়া জানিয়েছিলেন, অধিবেশনের প্রথম দিনেই গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, আমরা আস্থা ভোট করব এবং জয়ী হব। রাজনৈতিক মহলের ধারণা, শচিন পাইলট ও তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের ঘর ওয়াপসির পর দেরি না করে এখনই আস্থা ভোট করে নিতে চাইছেন গেহলট। কারণ তাহলে নিয়ম অনুযায়ী ছ’মাসের মধ্যে আর সরকারের বিরুদ্ধে কেউ অনাস্থা প্রস্তাব আনতে পারবে না। এই মুহূর্তে প্রয়োজনের চেয়ে যথেষ্ট বেশি সংখ্যা আছে তাঁর হাতে। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় ম্যাজিক ফিগার ১০১। পাইলট শিবিরের ১৯ জনকে বাদ রেখেই গেহলটের পক্ষে ছিল ১০২ জনের সমর্থন। এবার তার সঙ্গে পাইলট শিবিরের ভোটও যোগ হবে। বিএসপি নেত্রী মায়াবতীর হুইপ উড়িয়ে দলত্যাগী ৬ বিধায়ক জানিয়েছেন যে তাঁরা গেহলটের পাশে। এই ছজনই বিএসপির টিকিটে জিতে গত বছরের শেষে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেন। এছাড়া নির্দল বিধায়কদের ধরলে গেহলটের পক্ষে সমর্থন রয়েছে ১২৫ জনের। অন্যদিকে, বিজেপি ও সহযোগী দল মিলিয়ে সরকার বিরোধী বিধায়কের সংখ্যা ৭৫। ফলে আজ বিধানসভার অধিবেশন শুরুর পর বিজেপি যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তার পিছনে সরকার ফেলার কোনও অঙ্ক অন্তত কাজ করছে না। বিজেপির উদ্দেশ্য, সরকারের ভিতরের অস্থিরতার ছবিটা তুলে ধরা। গত এক মাস ধরে গেহলট ও পাইলট শিবির কীভাবে পরস্পরের বিরুদ্ধে তোপ দেগেছে, কে কার বিরুদ্ধে প্রকাশ্যে কী কী অভিযোগ এনেছে তা তুলে ধরে সরকারের ভিতরে পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ জিইয়ে রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের প্রশাসনিক ব্যর্থতার স্বরূপ তুলে ধরা।

 

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...