চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শুক্রবার এই খবর টুইট করে জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এবং মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এদিন টুইটারে অভিজিৎ লেখেন, “৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়সীমা আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”

একইসঙ্গে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে এদিন টুইট করেন মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা লেখেন, “চিকিৎসার পরিভাষায় না গিয়ে, আমি যা বুঝতে পারছি তা হল বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তবে শারীরিক অবস্থার অবনতি হয়নি। চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন তিনি।”

প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। গত রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর ভেন্টিলেশনে দেওয়া হয় প্রণব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গভীর কোমায় চলে যান তিনি। এদিন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রার্থনা করার আর্জি জানিয়ে আরও লিখেছেন, ” বাবা সবসময় বলতেন দেশকে যা দিয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। ওঁর জন্য প্রার্থনা করুন।”

The 96 hour observation period Ends today. My father's vital parameters continues to remain stable & he is responding to external stimuli & treatment .
My father always said " I Got much more from People of India than I could Give back" . Pls Pray for him 🙏 #PranabMukherjee— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 14, 2020
Without getting into medical jargons, whatever I could understand from last two days is that though my dads’ condition continues remain very critical, it hasn’t worsened. There’s little improvement in his eyes’ reaction to light.
तमसो मा ज्योतिर्गमय🙏
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) August 14, 2020