স্নাতকে ভর্তিতে প্রবেশিকা নয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

স্নাতক ভর্তির ক্ষেত্রে চলতি বছর প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবছর ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, এবছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে তারা প্রবেশিকা নিতে পারছে না। প্রবেশিকা পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জারি করবে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হবে।

১০ অগাস্ট থেকে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করতে বলেছিল রাজ্য সরকার। কিন্তু কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থনীতি এবং রাশিবিজ্ঞান ছাড়া বাকি সব বিষয়ে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের এবং মাধ্যমিকের ফল বা সমতুল্য পরীক্ষার ফল মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।

Previous articleইজরায়েল-ইউএই-র মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি: টুইটে জানালেন ট্রাম্প
Next articleকুমড়ো চাপা দিয়ে ডিকিতে করে দেহ পাচার! শেষ রক্ষা হল না