মহামারির আবহেই লালকেল্লায় উদযাপিত হবে দেশের ৭৪তম স্বাধীনতা দিবস

মহামারি আবহে শনিবার দেশজুড়ে পালিত হবে ৭৪তম স্বাধীনতা দিবস৷ করোনা-বিধি বজায় রেখেই দেশজুড়ে প্রস্তুতি চলছে। এ বছরের প্রতিকূল পরিস্থিতিতে কড়াকড়ি অনেকটাই বেশি।

◾জমায়েত নিয়ন্ত্রণে রাখতে এবার হ্রাস করা হয়েছে লালকেল্লার অনুষ্ঠানের আমন্ত্রিতের সংখ্যা।

◾ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, তাঁদের পরিবার, আমলা ও সাধারণ মানুষ মিলিয়ে এবছর ৪ হাজার জন আমন্ত্রিত।

◾প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যাঁরা আমন্ত্রণপত্র পেয়েছে, এবার তাঁরাই শুধু অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

◾প্রতি কার্ডের সঙ্গে ছাপানো হয়েছে কোভিড নিয়ন্ত্রণবিধি।

◾লালকেল্লার ভিতর ও বাইরে নিয়মিত স্যানিটাইজ করার কাজ চলছে৷

◾সবক’টি প্রবেশ ও প্রস্থান পথে থাকছে স্ক্রিনিং।

◾আমন্ত্রিতদের গতিবিধি নজরে রাখতে বসেছে বিশেষ ক্যামেরা।

◾আমন্ত্রিতদের লালকেল্লায় প্রবেশে ফেসমাস্ক বাধ্যতামূলক। অতিরিক্ত মাস্কের বন্দোবস্ত রয়েছে অনুষ্ঠানস্থলে। আর থাকছে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার।

◼প্রতি আসনের মাঝে থাকছে দুই গজের দূরত্ব।

◼থাকছে একাধিক মেডিক্যাল বুথ।

◾লালকেল্লায় এসে যাঁদের সংক্রমণ উপসর্গ অনুভব হবে, তাঁরা ওই মেডিক্যাল বুথে যোগাযোগ করতে পারবেন।

◾স্ট্যান্ডবাই হিসেবে থাকছে অ্যাম্বুল্যান্সও।

◾এবার আমন্ত্রণ জানানো হয়নি কোনও স্কুলপড়ুয়াকে।

◾শুধু এনসিসির ক্যাডেটরা থাকবে, তাদের বসার ব্যবস্থা করা হয়েছে রাজপথে।

◾গার্ড অফ অনারের দায়িত্বপ্রাপ্ত জওয়ানদের ইতিমধ্যে কোয়ারান্টাইন করা হয়েছে।

◾ভারতীয় সেনার তিন বাহিনীর ২২ জন জওয়ান গার্ড অফ অনারে অংশ নেবেন।

◼থাকবে দিল্লি পুলিশের বিশেষ বাহিনীও।

◾সামাজিক দূরত্ব পালনে এই জওয়ানদের চারটি সারিতে পৃথকভাবে দাঁড় করানো হবে।

◾একমাত্র উপসর্গহীন ও কোভিড নেগেটিভ জওয়ানরাই দিতে পারবেন গার্ড অফ অনার।

◾প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী।

◾প্রায় ৪৫ মিনিট থেকে দেড়ঘণ্টা চলতে পারে তাঁর ভাষণ।

Previous article১০০ বছর পর! মহামারি নিয়ে স্ট্যাম্প প্রকাশ কলকাতা জিপিওর
Next articleরাত পোহালেই করোনা আবহে স্বাধীনতা দিবস, রেড রোডে চূড়ান্ত নিরাপত্তা