একই রকম আছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মেডিক্যাল বুলেটিনে জানাল দিল্লির সেনা হাসপাতাল। শুক্রবার সকালে তারা জানায়, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতির পরিবর্তন হয়নি। তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তবে ভাইটাল প্যারামিটারস-এ তিনি আপাতত স্থিতিশীল।

এদিন সকালে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তাঁর বাবা। স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা বাড়ছে।
শুক্রবার, সন্ধে ৭টায় শেষ হচ্ছে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণের সময়সীমা। চিকিৎসকরা জানান, প্রাক্তন রাষ্ট্রপতিকে আরও ৩ দিন পর্যবেক্ষণেই রাখা হবে।