করোনা মোকাবিলায় নীরবে কাজ করে চলেছে রাজ্যের রোগী সহায়করা

রাজ্যের হসপিটাল গুলিতে প্রায় চোদ্দশ রোগী সহায়ক রা এই মহামারির সময়েও কাজ করে চলেছে নীরবে-নৃভিতে ৷

প্রসঙ্গত রোগী সহায়করা হসপিটালে রোগীদের নানা ভাবে সাহায্য করে থাকেন। রাজ্যের প্রায় সব হসপিটালের জরুরী বিভাগে তারা টিকিট করেন, সিটিস্ক্যান, এম আর আই, এক্সরের বিনা মূল্যের ভাউচার দেন। এছাড়াও হসপিটালের অভিযোগ দফতরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয় যান প্রকল্পের গাড়ির রেজিস্টেশন, ডাক্তার এর রুগীর বাড়ীর আত্মীয়দের কথা বলিয়ে দেওয়া, রুগীরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ও গুনগত মানের খাবার পাচ্ছে কিনা সেটাও তারা দেখেন। প্রসঙ্গত এমনই এক রোগী সহায়কের সঙ্গে কথা বলে জানা গেল তারা সামান্য সাম্মানিক পেয়েও এই পরিষেবা গুলি রাজ্যের বিভিন্ন হাসপাতালে দিয়ে যাচ্ছেন। এই করোনা পরিস্থিতিতে তাদের দায়িত্ব বেড়েছে আরও শতগুন। জীবনের ঝুঁকি নিয়ে মানুষদের পরিষেবা দিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত এই রোগী সহায়করা। তাদের এই লড়াইকে কুর্নিশ।

Previous articleদলবদলের জল্পনা এড়াতে দল ও সরকারি অনুষ্ঠানে হাজির থাকার উপদেশ শুভেন্দুকে
Next articleমহামারির প্রভাব পড়তে চলেছে এবারের স্বাধীনতা দিবস উদযাপনেও