স্বাধীনতা দিবসের আগের দিন জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। প্রবল নজরদারির মধ্যেও হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এই হামলার ফলে গুরুতর জখম তিন পুলিশকর্মী যার মধ্যে মৃত্যু হয়েছে দু’জনের। জম্মু ও কাশ্মীরের নওগম বাইপাসে চলে হামলা। পুলিশ কনভয়কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা।

কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেন, এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদের হাত থাকার সম্ভাবনা রয়েছে৷ এখনও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়েছে৷ খোঁজ চলছে জঙ্গিদের৷

আহত পুলিশকর্মীদের শ্রীনগরের পিসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দু’ জন পুলিশকর্মীকে বাঁচানো যায়নি৷ ৭১৫ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ইশফাক আয়ুব ও ৩০৭ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ফয়েজ আহমেদের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। এছাড়াও একজন কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পর বিস্তারিত বিবরণ দিয়ে ট্যুইট করেছে কাশ্মীর জোন পুলিশ৷


#Terrorists fired #indiscriminately upon police party near #Nowgam Bypass. 03 police personnel injured. They were shifted to hospital for treatment where 02 among them attained #martyrdom. Area cordoned off. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 14, 2020