মানিকতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা । গতকাল রাতে লাইটপোস্ট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা । তাদের আরও অভিযোগ, ওই এলাকায় বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার বহুদিন থেকে ঝুলছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাথরুম লাগোয়া লাইটপোস্টে তিনি তড়িদাহত হন।বছর ৪৬-এর পুষ্পা বর্মা মানিকতলা পুকুরমাঠ এলাকার বাসিন্দা ।লাইটপোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার দেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে দশটার সময় রাতের খাবার খেয়ে তিনি ওই বাথরুমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। অভিযোগ, চৌবাচ্চার জলও কারেন্টের আওতায় চলে এসেছিল ।
শুক্রবার সকালে স্থানীয়রা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।