Saturday, August 23, 2025

স্বাধীনতা দিবসে গান্ধীর মূর্তির পাদদেশে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য রাজ্যপালের

Date:

স্বাধীনতা দিবসের দিনও বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৭৪ স্বাধীনতা দিবসের সকালে মেয় রোডে গান্ধী মূর্তি পদদেশে দাড়িয়ে ফের রাজ্য সরকারের সমালোচনায় মুখর রাজ্যপাল ধনকড়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তিতে মাল্যদান করে গণতন্ত্রের পাঠ শেখানোর জন্য রাজ্য সরকারকে ফের বিঁধলেন তিনি।

এদিন রাজ্যপাল বলেন, “পশ্চিম বাংলায় গণতন্ত্র সেইদিনই স্থাপিত হবে যেদিন বাংলা রাজনৈতিক হিংসা মুক্ত হবে। রাজ্যে নির্বাচন অবাধ-শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। খুনোখুনির রাজনীতি শেষ হবে”।

এখানেই শেষ নয়, রাজ্য প্রশাসনের আধিকারিকদেরও এক হাত নেন ধনকড়। সুর চড়িয়ে রাজ্যপাল বলেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে আমলাদেরও রাজনৈতিক মুক্ত হয়ে নিরপেক্ষ হতে হবে।

পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতিকে সমর্থন করে মোদি সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, দেশ সঠিক নেতৃত্বে সঠিক দিশায় অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের সকালে স্ত্রীকে নিয়ে গান্ধী মূর্তির অনুষ্ঠানে যোগ দেন ধনকড়। রাজ্য সরকারের তরফে তাঁকে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। তাঁদের সামনেই বিতর্কিত মন্তব্য করেন রাজ্যপাল। স্বাধীনতা দিবসেও বিতর্কিত মন্তব্য করার জন্য সমাজের একাংশের সমালোচনার মুখেও পড়তে হয়েছে রাজ্যপালকে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version