স্বাধীনতা দিবসে বসিরহাট হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার পক্ষে সওয়াল নুসরতের

সারা রাজ্যের মতোই উত্তর ২৪ পরগনায় করোনার দাপট অব্যাহত। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এবার তাই বসিরহাট হাসপাতালে করোনা ওয়ার্ড খোলার পক্ষে সওয়াল করলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান।

আজ, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন নিজের সংসদীয় এলাকার পরিস্থিতি দেখতে বসিরহাটে গিয়েছিলেন নুসরত। সেখানে তিনি জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এবং সেই বৈঠক থেকেই নুসরত হাসপাতালে কোভিড ওয়ার্ড খোলার বিষটি তোলেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বসিরহাট জেলা হাসপাতালে পতাকা উত্তোলন করেন সাংসদ নুসরত। এরপর হাপাতাল পরিদর্শন করে তিনি বলেন, “যা পরিস্থিতি, তাতে এখনই বসিরহাট হাসপাতালে একটি কোভিড ওয়ার্ড খোলা খুবই জরুরি। হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো তৈরি করলে আক্রান্তদের আর দূরের হাসপাতালে নিয়ে ছুটতে হবে না।”