জম্মু-কাশ্মীরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গে ভারতীয় জওয়ানরা পতাকা উত্তোলন করলেন।
মহামারির জেরে অনেকাংশেই কাটছাঁট করা হয়েছে ৭৪ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান । সামাজিক দূরত্ব বজায় রেখেই পালিত হয়েছে বিশেষ দিনটি। আর আজকের জাতীয় পতাকা উত্তোলনের অন্যতম সুন্দর ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের বরফে ঢাকা পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সেনার জওয়ানরা। ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছে সেই শিহরণ জাগানো দৃশ্য।

Watch: Indian Soldiers Raise The Flag In J&K’s Gurez. Cue Goosebumps@ndtv
pic.twitter.com/0ysI5Wg1ha— waddey (ވައްޑެ) 🎈 (@WaddeyAli) August 15, 2020
পর্বতের গায়ে কয়েক হাজার ফুট উচ্চতায় দুধসাদা বরফের মাঝে তেরঙ্গা পতাকার সঙ্গে জাতীয় সঙ্গীত । সবমিলিয়ে এক অপরূপ দৃশ্য !
সেনা সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ১২,৫০০ থেকে ১৩,০০০ ফুট উচ্চতায় এদিন পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা।এরই পাশাপাশি আর্টারি ওয়াঘা সীমান্তে বিএসএফের জওয়ানরা তেরঙ্গা পতাকা উত্তোলন করেন।
গোটা দেশ জুড়ে কোভিড -১৯-এর সংক্রমণের কারণে সীমান্তে আজকের দিনেও দর্শকদের অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

#WATCH Beating retreat ceremony at the Attari-Wagah border on #IndependenceDay. pic.twitter.com/CLraI63bDo
— ANI (@ANI) August 15, 2020
পতাকা উত্তোলনের পর উপস্থিত জওয়ানরা মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
