স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?

অতিমারি আবহে লালকেল্লায় 74 তম স্বাধীনতা দিবস পালন

আমাদের দেশে সেনানিরা দেশমাতৃকাকে আগলে রাখেন, আজ তাদের নমস্কার করার দিন

স্বাধীনতা সংগ্রামী ও সমস্ত শহিদকে প্রণাম জানাই

আজ স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের জন্মদিনে, তাঁকে শ্রদ্ধা জানাই

সমস্ত দেশবাসীকে শুভকামনা ও অভিনন্দন

করোনার সঙ্গে যারা লড়াই করছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পুলিশ সহ সবাইকে কুর্নিশ

অন্যান্যবার সামনে ছোট বাচ্চাদের দেখি, এবার তাদের দেখছি না, অতিমারি সবাইকে আটকে রেখেছে

করোনা যুদ্ধে আমরা অনেককে হারিয়েছি, ভারতের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, রাজ্যের সঙ্গে একত্রে সেইসব মোকাবিলা করেছে কেন্দ্র

আজ নতুন সংকল্প নেওয়ার দিন

আগামী বছর 75তম স্বাধীনতা দিবস, আগামী বছর আরও বড় সংকল্প নেওয়ার দিন

আজ নতুন প্রেরণা অর্জনের দিন

একজোট হয়ে লড়াই করার দৃষ্টান্ত দেশের স্বাধীনতার সংগ্রাম, আঘাত এসছে সবাই একজোট হয়ে লড়ছে, করোনার বিরুদ্ধে সবাই মিলে লড়ে করোনাকে হারাব

75 তম স্বাধীনতা দিবসের আগে আমাদের আত্মনির্ভর হওয়া জরুরি, আত্মনির্ভরতার স্বপ্ন 130 কোটি ভারতবাসীর

আত্মনির্ভরতার স্বপ্ন পূরণ হবেই

ভারত চিন্তাশক্তির দেশ, ভারত যুব শক্তির দেশ

বিশ্ব সংসারের জন্য ভারতের যোগদান জরুরি, সেই কারণে দেশকে আত্মনির্ভর এবং সামর্থ্য বাড়াতে হবে

আত্মনির্ভর হওয়ার আগে দরকার ভরপুর আত্মবিশ্বাস

একসময় দেশের ফসল বাইরে থেকে আনতে হত, এখন কৃষি ক্ষেত্রে আমরা আত্মনির্ভর, প্রয়োজনে রফতানি করতে পারি

কৃষি ক্ষেত্রকে আইনি জটিলতা থেকে মুক্ত করেছি, ভারতের তৈরি জিনিস এবার বিশ্বের সব জায়গায় পৌঁছনো উচিত

করোনা পরিস্থিতিতে দেশে অনেক নতুন জিনিস তৈরি হচ্ছে

স্বাধীন ভারতের মানসিকতা হওয়া উচিত ভোকাল ফর লোকাল

কে ভাবত দেশে এই ধরনের উন্নতি হবে, মহাকাশ বিজ্ঞানী প্রজন্মের জন্য রাস্তা খুলে দেবে

এখন দেশের নতুন শিক্ষানীতি চালু হচ্ছে, দেশে যে ধরনের সংস্কার হচ্ছে সারা বিশ্বে সমাদৃত

ভারতে এফডিআই-তে যে উন্নতি হয়েছে সারা পৃথিবীতে তার উদাহরণ নেই

মেক ইন ইন্ডিয়ার পাশাপাশি মেক ফর ওয়ার্ল্ড সংকল্প নিয়ে চলতে হবে

করোনা পরিস্থিতিতে দেশে একের পর এক বিপর্যয় এসেছে

অটলবিহারী বাজপায়ীর সময় সোনালি চতুর্ভুজ সারা ভারতকে জুড়ে ছিল, এখন আমাদের তার থেকেও আগে এগিয়ে যেতে হবে, সমুদ্র উপকূলে চারলেনের বিশেষ রাস্তা তৈরির প্রকল্প শুরু হবে

সুসংহত পরিকাঠামোয় উন্নয়ন হবে দেশে, গত ছয় বছরে দেশে কোনো বিভেদ ছাড়া সবাই উন্নয়নের সুবিধা পেয়েছে

ভারতের শ্রমশক্তিকে ব্যবহার করে গ্রামীণ মানুষের উন্নতির চেষ্টা হচ্ছে

118 টি জেলা যেগুলি পিছিয়ে পড়েছে তাদের তাদের সনাক্ত করা হয়েছে

তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সব রকম প্রকল্প নেওয়া হয়েছে

কৃষকদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে হবে, সে কাজ সরকার করেছে

আগেই কৃষকদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হত

সেই সীমারেখা তুলে দিয়ে কৃষকদের স্বাধীনতার আশ্বাস দিয়েছে কেন্দ্র

কত বছর এখানে জল মিশনে ঘোষণা করেছিলাম, এবছর সেই মিশন নিয়ে সবাই আগ্রহ দেখিয়েছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে

মধ্যবিত্তের সবকিছুতে সরকারি প্রতিবন্ধকতা থেকে মুক্তি দরকার

বিভিন্ন ক্ষেত্রে সস্তা হওয়ার কারণে মধ্যবিত্তের সুবিধা হচ্ছে

আয়কর ব্যবস্থায় সরলীকরণের মধ্যবিত্ত লাভ পাবেন

দেশের উন্নতিতে শিক্ষার বিরাট ভূমিকা

সেই কারণে গত তিন বছর ধরে তৈরি করে জাতীয় শিক্ষানীতি চালু করা হল

বিশ্বের বেশিরভাগ পঞ্চায়েতে অপটিকাল ফাইবার পৌঁছে গিয়েছে

ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে গ্রামকেও যুক্ত করতে হবে

1000 দিনের মধ্যে সারাদেশে সমস্ত গ্রামে অপটিকাল ফাইবার পৌঁছে যাবে

এর থেকে কোন বিপদ যাতে আসতে না পারে তার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করে তার অধীন সবাইকে আনা হবে

আজকের দিনে মেয়েরা ফাইটার প্লেন চালাচ্ছে, সেনাবাহিনীর উচ্চপদে বসছে

দেশে এখন গর্ভবতী মহিলাদের ছুটির সঙ্গে সঙ্গে টাকাও মিলছে

গরিব ঘরের মহিলাদে, সুরক্ষার কাজ করছে কেন্দ্র

এক টাকার বিনিময় স্যানিটারি প্যাড দেওয়া হচ্ছে

অল্প বয়সী মেয়েদের অপুষ্টি দূর করার জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে

করোনা যখন শুরু হয়েছিল তখন দেশে মাত্র 300 টেস্ট হত, এখন প্রতিদিন 7 লাখ টেস্ট করা যাচ্ছে

ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন চালু হল আজ থেকে

চিকিৎসা ব্যবস্থায় টেকনোলজির বিশেষ ভূমিকা রাখা হবে

সমস্ত দেশবাসীকে একেকটি হেলথ আইডি দেওয়া হবে

এর অধীনে ডাক্তার দেখানো থেকে টেস্ট, হাসপাতালে ভর্তি সবই করা যাবে

সবার মনে এখন একটাই প্রশ্ন, করোনার ভ্যাকসিন কবে তৈরি হবে?

আমাদের দেশের বৈজ্ঞানিকরা ঋষি, মুণির মতো ল্যাবরেটরিতে বসে কঠিন পরীক্ষা করে চলেছেন

বৈজ্ঞানিকরা সবুজসংকেত দিলেই ভ্যাকসিন বাজারে আনা হবে

কীভাবে সেটা দেশবাসী পাবে সেই রূপরেখা ইতিমধ্যেই তৈরি আছে

উন্নয়নে পরিকাঠামোর জন্য যা যা প্রয়োজন তা সব তৈরি করছে কেন্দ্র

জম্মু-কাশ্মীরে 370 ধারা বিলোপ এর এক বছর পূর্ণ হয়ে গেছে

দেশের বিকাশের জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের অংশগ্রহণের জন্য তাদের অভিনন্দন

লাদাখকে আলাদা করে তার উন্নয়নের রাস্তা প্রশস্ত করা হয়েছে

দেশে এখন বিপুল পরিমাণ ইথানল তৈরি হচ্ছে

ভারত সেই অল্প সংখ্যক দেশের মধ্যে পড়ে যেখানে বনভূমি বাড়ছে, এখানে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

এশীয় সিংহের সংখ্যা বৃদ্ধিতে কাজ করছে কেন্দ্র

সমুদ্র এবং নদীতে থাকা ডলফিনদের প্রজনন বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র

ডলফিনের মাধ্যমে পর্যটনের বিকাশ হবে, ভারতীয় সেনা জওয়ান কী করতে পারে সেটা লাদাখে সারাদেশ দেখে নিয়েছে

সেই ভারতের বীর সেনানিদের কুর্নিশ জানাই

আজ প্রতিবেশী দেশ শুধু তারাই নয় যাদের সঙ্গে ভৌগোলিক সীমানা ভাগ করে নিচ্ছি, যারা সমমনস্ক তারাও প্রতিবেশী

সেই বর্ধিত প্রতিবেশীদের সঙ্গে নিজেদের যোগাযোগ মজবুত করেছে, তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সমস্ত ক্ষেত্রে শিল্প বিকাশের ফলে মেকিং ইন্ডিয়ার স্বপ্ন সফল হয়েছে

কিছুদিন আগেই আন্দামান-নিকোবরকে ইন্টারনেট সুবিধা দেওয়া গিয়েছে, কিছুদিনের মধ্যে লাক্ষাদ্বীপেও এই সুবিধা পাওয়া যাবে

সীমান্ত ও উপকূলবর্তী অঞ্চলের লোকেদের প্রশিক্ষণ দেবে সে না

যে জায়গায় সেনাবাহিনীর যে শাখা রয়েছে তারাই সেই প্রশিক্ষণ দেবে

10 দিন আগে অযোধ্যায় রাম মন্দির তৈরির সূচনা হয়েছে

ভারতের উন্নয়ন যজ্ঞে সমস্ত ভারতবাসীকে কিছু না কিছু আহুতি দিতে হবে

করোনা বড় বিপত্তি ঠিকই, কিন্তু এত বড় নয় যে আত্মনির্ভর ভারতের সংকল্পকে টলাতে পারবে

 

 

 

 

 

 

 

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleলকডাউনে অনলাইন মার্কেটিং সাহায্য করেছে হ্যান্ডলুমকে