Monday, August 25, 2025

স্বাধীনতা দিবসে মমতার নেতৃত্বে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা ফিরহাদের

Date:

আজ ১৫ অগাস্ট। আরও একটি স্বাধীনতা দিবস। কিন্তু ইংরেজ ঔপনিবেশিক অত্যাচারী শাসকের বিরুদ্ধে পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির পরও এ দেশে জাতি-ধর্ম নিয়ে মানুষে মানুষে হানাহানি চলছে। স্বাধীনতার ৭৪ বছর পেরিয়েও ধর্ম নিয়ে রাজনীতি চলছে। এবার তার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাধীনতা দিবসে ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিলেন ফিরহাদ। দেশজুড়ে যে লড়াইয়ের নেতৃত্ব দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “যাঁরা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন, যাঁরা স্বাধীনতা এনেছিলেন, তাঁরা ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক, সার্বভৌমত্ব ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু যাঁরা আজ দিল্লিতে সরকারে আছে, দেশ শাসন করছে, তারা এই ধর্ম নিরপেক্ষতার ভিতকে নষ্ট করছে। ভেঙে ফেলছে। আজকে গান্ধীজি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, নেহরু, মৌলানা আবুল কালাম আজাদের ভারত নীতিকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছে।”

এখানেই থেমে থাকেননি ফিরহাদ হাকিম। সুর চড়িয়ে তিনি নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী প্রতিটি ভারতবাসীর প্রধানমন্ত্রী। কোনও বিশেষ সম্প্রদায়, কোনও ধর্মের প্রধানমন্ত্রী হতে পারেন না। ভারতের গণতন্ত্র সকলের সমান অধিকারের কথা বলে। বিরোধীরা থাকবে না, তাদের ভয় দেখানো হবে, এজেন্সি লেলিয়ে দেওয়া হবে, সেটা গণতন্ত্রের কাঠামোর পরিপন্থী। আইন ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হবে, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে না, এটা ভারতবর্ষের নীতি নয়। আমরা প্রতিটি ভারতবাসী সবাই এক, সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।”

এরপর ফিরহাদ হাকিম বলেন, “স্বাধীনতার লড়াইয়ের মতো ফের একটা লড়াই হবে। একটা সময় গোটা পৃথিবী জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছে। এবার আমরা ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবো। যে লড়াইয়ের নেতৃত্ব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার। তাই ভারতবর্ষে মানুষ সেই ধর্মবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে। ভারতবর্ষ উৎসবের ভারতবর্ষ হোক, বাংলা উৎসবের বাংলা হোক, সেই লড়াইটা আমাদের করতে হবে।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version