Wednesday, August 27, 2025

প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির জন্য আসছে দু’টি ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমান, খরচ ৮,৪৫৮ কোটি টাকা

Date:

আর কিছুক্ষণের অপেক্ষা৷

তারপরই ভারতের মাটি ছুঁয়ে ফেলবে ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’৷ এই VVIP বোয়িং-৭৭৭ ER মডেলের বিমান আনতে মার্কিন মুলুকে পৌঁছেও গিয়েছেন ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা ৷ এই দলই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসবে ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ বিমানটি ৷

দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতির মতো ভিভিআইপি-দের জন্য অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থাযুক্ত বিমান ভারতে ছিলো না৷ এই ধরনের দু-দুটি বিমান কিনে ফেলেছে ভারত সরকার৷ দুটি বিমানের জন্য খরচ হয়েছে মোট ৮,৪৫৮ কোটি টাকা ৷ চলতি মাসে একটি এবং আগামী মাসে দ্বিতীয় এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটি চলে আসবে ভারতের হাতে ৷

মার্কিন প্রেসিডেন্ট যে ‘এয়ারফোর্স ওয়ান’ বিমান ব্যবহার করেন, ‘এয়ার ইন্ডিয়া ওয়ান’ও সেই প্রযুক্তিতেই তৈরি ৷ এই দুই বিমান বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর জন্য তৈরি করা হয়েছে। বিমানটির অন্দরের সাজ-সজ্জার কাজ শেষ ৷ ডেলিভারির জন্য একেবারে তৈরি ৷ এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানকে ছাড়পত্র দিয়েছে মার্কিন সংস্থা FAA বা ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন৷ অর্থাৎ এই বিমানটি ওড়ার জন্য প্রস্তুত ৷ এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানে রয়েছে অত্যাধুনিক ও সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা। যার মাধ্যমে মাঝ-আকাশ থেকেও নিরবিচ্ছিন্ন অডিও ও ভিডিও যোগাযোগ স্থাপন করা সম্ভব। পাশাপাশি, এই বিমানের নেটওয়ার্ককে হ্যাক করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। এই বিমান থেকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে কথা বলা যাবে। চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট।

Related articles

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...
Exit mobile version