Monday, August 25, 2025

“সীমান্ত রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের ভুললে চলবে না”, স্বাধীনতা দিবসে বার্তা শুভেন্দুর

Date:

শীত-গ্রীষ্ম-বর্ষ দেশ মাতৃকাকে রক্ষায় যাঁরা নিবেদিত প্রাণ, ভারত মায়ের সুরক্ষায় পরিবার-পরিজন ছেড়ে ৩৬৫ দিন যাঁরা দেশের সীমান্ত রক্ষায় শত্রুর গতিবিধির উপর সজাগ দৃষ্টি রেখে চলেছেন, সেই অকুতোভয় সৈনিকদের কথা কোনওভাবে ভুললে চলবে না। তাঁদের পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে। ৭৪ তম স্বাধীনতা দিবসে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী বলেন, “যারা দেশকে রক্ষা করার জন্য বিদেশি শত্রুদের গুলিতে শহিদ হচ্ছেন, স্বাধীনতা দিবসের দিন তাঁদেরকে সর্বাগ্রে স্মরণ করতে হবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তবেই স্বাধীনতা দিবস স্বার্থকতা লাভ করবে।”

এদিন মন্ত্রী জানান, শহিদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের নামে একটি ট্রাস্ট গড়ে তোলা হয়েছে। সেই ট্রাস্টের পক্ষ থেকে গত বছর পুলওয়মার অবন্তিপুরাতে সিআরপিএফের যারা শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বাংলার দুই বীর শহিদ জওয়ান। সেই শহিদ পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। শুভেন্দু অধিকারী মনে করেন, যাঁরা দেশ রক্ষার লড়াই করে চলেছেন, তাঁদের পাশে থাকলেই আজকের দিনটিকে মর্যাদা দেওয়া যাবে।

প্রসঙ্গত, আজ ৭৪ তন স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির “স্মৃতিসৌধ”-এ জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহিদদের সম্মান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version