Friday, November 14, 2025

“সীমান্ত রক্ষায় যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের ভুললে চলবে না”, স্বাধীনতা দিবসে বার্তা শুভেন্দুর

Date:

শীত-গ্রীষ্ম-বর্ষ দেশ মাতৃকাকে রক্ষায় যাঁরা নিবেদিত প্রাণ, ভারত মায়ের সুরক্ষায় পরিবার-পরিজন ছেড়ে ৩৬৫ দিন যাঁরা দেশের সীমান্ত রক্ষায় শত্রুর গতিবিধির উপর সজাগ দৃষ্টি রেখে চলেছেন, সেই অকুতোভয় সৈনিকদের কথা কোনওভাবে ভুললে চলবে না। তাঁদের পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে। ৭৪ তম স্বাধীনতা দিবসে এমনই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন স্বাধীনতা দিবস উদযাপনের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী বলেন, “যারা দেশকে রক্ষা করার জন্য বিদেশি শত্রুদের গুলিতে শহিদ হচ্ছেন, স্বাধীনতা দিবসের দিন তাঁদেরকে সর্বাগ্রে স্মরণ করতে হবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। তবেই স্বাধীনতা দিবস স্বার্থকতা লাভ করবে।”

এদিন মন্ত্রী জানান, শহিদ পরিবারের পাশে দাঁড়াতে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের নামে একটি ট্রাস্ট গড়ে তোলা হয়েছে। সেই ট্রাস্টের পক্ষ থেকে গত বছর পুলওয়মার অবন্তিপুরাতে সিআরপিএফের যারা শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে ছিলেন বাংলার দুই বীর শহিদ জওয়ান। সেই শহিদ পরিবারের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। শুভেন্দু অধিকারী মনে করেন, যাঁরা দেশ রক্ষার লড়াই করে চলেছেন, তাঁদের পাশে থাকলেই আজকের দিনটিকে মর্যাদা দেওয়া যাবে।

প্রসঙ্গত, আজ ৭৪ তন স্বাধীনতা দিবসে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির “স্মৃতিসৌধ”-এ জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহিদদের সম্মান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version