Thursday, November 13, 2025

মোস্ট ওয়ান্টেডের তালিকায় বিপ্লবী ক্ষুদিরাম বসু ! ওয়েব সিরিজ ঘিরে বিতর্ক

Date:

বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি মোস্ট ওয়ান্টেডের তালিকায়। হ্যাঁ শুনতে অবাক লাগলেও, এমনই কান্ড ঘটেছে। যা দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ-এর ওয়েবসিরিজ ‘অভয় টু’ ঘিরে বিতর্ক ছড়াল।

দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং।অপরাধীদের জন্য এই নামটাই যথেষ্ট। তাদের কার্যকলাপে রাশ টানতে হাজির অভয়। তাঁকে নিয়েই ক্রাইম থ্রিলার ‘অভয়’। প্রথম স্ট্রিমিং হয় গত বছর ফেব্রুয়ারি মাসে। ১৪ অগাস্ট রিলিজ করে ‘অভয় টু’। প্রথম সিরিজ দারুণ সাড়া ফেললেও, দ্বিতীয় সিরিজে তৈরি হলো বিতর্ক।

অভয়ের ভূমিকায় অভিনয় করেছেন কুনাল খেমু। অভয় টু’ এর দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার অভয় এক অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছেন। অভয়ের যেখানে বসে আছেন তার সোজাসুজি মোস্ট ওয়ান্টেড বোর্ড লাগানো আছে। যেখানে অপরাধীদের ছবি রয়েছে। ওই বোর্ডের নিচের দিকে রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। আর এই ছবি ঘিরেই ক্ষুব্ধ নেটিজেনরা।

এই ছবি সামনে আসতেই প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েব সিরিজের স্ক্রিনশট পোস্ট করে কেউ কেউ লিখছেন, ‌”স্বাধীনতা দিবসে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!‌” চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা, অসতর্কতার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, পোস্ট প্রোডাকশনের সময় কি কারোর চোখে পড়ল না এই ভুল? নাকি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে? তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক কেন ঘোষ। কুনাল খেমু ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিদিতা বাগ, সন্দীপা ধর।

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...
Exit mobile version