Thursday, May 8, 2025

নতুন রূপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, চলতি মাসেই শুরু হতে পারে সম্প্রসারণের কাজ

Date:

চার লেন থেকে ছয় লেন হচ্ছে ২ নম্বর জাতীয় সড়ক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে চার লেন থেকে ছয় লেনে করার সিদ্ধান্ত বেশ কিছুদিন আগেই নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান এই রাস্তাটির কাজ ভারতমালা প্রকল্পের আওতায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, চলতি মাসেই এই কাজ শুরু হয়ে যেতে পারে।
আসানসোল শিল্পাঞ্চলের সঙ্গে শহর কলকাতার প্রধান যোগাযোগ হয় এই রাস্তা দিয়েই। চার লেনের এই রাস্তা দিয়ে শিল্পাঞ্চলের পণ্যবাহী গাড়ির পাশাপাশি, ছোট গাড়ি, বাস যাতায়াত করে। জাতীয় সড়ক বা এন এইচ এ আইয়ের দাবি, দিন দিন এই রাস্তার ওপর চাপ বাড়ছে। তাই প্রয়োজন রাস্তা সম্প্রসারণের। গত বছরের শেষেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় এই রাস্তাকে চার লেনের বদলে ছয় লেনে বদলে ফেলা হবে। অবশেষে সেই কাজ শুরু হতে চলেছে ।

রাস্তার কাজে অভিজ্ঞ এমন সংস্থা দিয়েই এই কাজ করাতে চাইছে এন এইচ এ আই। সে কারণেই গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে। ১০ জুলাই ছিল টেন্ডার প্রক্রিয়ার শেষ দিন। যদিও সেই প্রক্রিয়া বাতিল করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কারণ তারা চাইছে এমন এক সংস্থা যারা রাস্তা সম্প্রসারণের পাশাপাশি, তার রক্ষণাবেক্ষণ এবং রাস্তার দু’ধারের ফেন্সিং কাজ করবে। ফলে বিশ্বের বাছাই করা সংস্থা চাইছে এন এইচ এ আই।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ মে (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওযা সময়ের মধ্যেও কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি। আচার্য তথা রাজ্যপাল সি...

ভারতে ২৭টি বিমানবন্দর বন্ধ, বাতিল ৪৩০ উড়ান! পাকিস্তানেও নিষেধাজ্ঞা জারি

ভারত-পাকিস্তান(IND-PAK) অশান্তির মধ্যে বহু বিমানবন্দর(Air Port) বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান(Aircraft) পরিবহন মন্ত্রক। এখনও পর্যন্ত ২৭টি বিমানবন্দর(Air...

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে...
Exit mobile version