ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে শহিদ ৩

জঙ্গিদের গুলিতে ভূস্বর্গে শহিদ হলেন ২ জন জওয়ান সহ ১ পুলিশ। সোমবার ভোরে টহলদারি দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে বারামুল্লার ক্রিরি এলাকায়। টহলদারি দলে থাকা ১ পুলিশ অফিসার ও ২ সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। পরে তাঁদের মৃত্যু হয়।

জঙ্গিদের খোঁজে সংশ্লিষ্ট অঞ্চলে শুরু হয়েছে তল্লাশি। কোনও জঙ্গি যাতে পালাতে না পারে, তাই এলাকা ঘিরে ফেলা হয়েছে। গত কয়েকদিনে কাশ্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা। ১২ অগাস্ট পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন একজন জওয়ান। রবিবারও বারামুল্লা জেলায় সেনা জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। রবিবারের ঘটনার পরে বারামুল্লায় নজরদারি বাড়ানো হয়।