Friday, November 14, 2025

অশান্ত শান্তিনিকেতন: পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে উত্তেজনা

Date:

শান্তিনিকেতনের পৌষমেলার মাঠ পাঁচিল ঘিরে ফেলা নিয়ে শুধু অশান্তি। মাঠে পাঁচিল দিতে মাঠে নামেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রায় কয়েকশো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী, আধিকারিক নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পাঁচিল দেওয়ার জন্য মাটিকাটা মেশিন দিয়ে গর্ত খোঁড়ার কাজ করেন। এর প্রতিবাদে রবিবারের ভোর সোমবারও আন্দোলন করেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে যে অংশে কাছে দেওয়া এবং গেট নির্মাণ হয়েছিল সেই জায়গাটি ভেঙে দেন স্থানীয় বাসিন্দারা।

একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, যেখানে ভাইরাস সংক্রমণ আটকাতে ৫০ জনের বেশি মানুষজন একসঙ্গে জমায়েত করতে পারবে না তাও সামাজিক দূরত্ব বজায় রেখে, সেখানে কয়েকশো লোক নিয়ে উপাচার্য কীভাবে জমায়েত করলেন। সমগ্র পরিস্থিতি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন মুখ খুলতে রাজি হয়নি।
নিপ্পন ভবন এবং বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনের এলাকা সংলগ্ন মেলার মাঠ ঘিরে দেওয়ার প্রাথমিক কাজ শুরু হয়। এই কাজ দ্রুত শেষ করার জন্য ওখানে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয় এবং গোটা এলাকায় লাইট লাগানো হয়েছে। শনিবার প্রথম বিক্ষোভের মুখে পড়ে মেলার মাঠ পাঁচিল দেওয়ার ঠিকাদার সংস্থার কর্মীরা। স্থানীয় ব্যবসায়ী মানুষজন রবীন্দ্র অনুরাগী সকলেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা মেলার মাঠকে ঘিরে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। অভিযোগ,
আন্দোলনকারীরা উপাচার্যের সঙ্গে এবিষয়ে কথা বলতে গেলে কার্যত পালিয়ে যান উপাচার্য বিদুৎ চক্রবর্তী।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version