পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণের পক্ষে নন মমতা

“শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা। তিনি উন্মুক্ত পরিবেশে শিক্ষাদানে পথ দেখিয়েছিলেন। আমি চাই না ওখানে কোন নির্মাণ করে জায়গার ঐতিহ্যকে নষ্ট করা হোক”- পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া বিষয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। সেটার বিষয়ে দেখা রাজ্য সরকারের কাজ নয়। কিন্তু রাজ্যপাল প্রথমে টুইট করে এবং পরে ফোনে তাঁকে বিষয়টি জানান। তিনি রাজ্যপালকে জানান, ওটি কেন্দ্রীয় সরকারের বিশ্ববিদ্যালয়। তবে সেখানে রবীন্দ্রনাথের ঐতিহ্যের কোনরকম অবমাননা হোক সেটা তিনি চান না। বিশ্বভারতী পাঁচিল নির্মাণের সময় নির্মাণকাজকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক বহিরাগত উপস্থিত ছিলেন যেটা কখনোই কাম্য নয় জানান মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না ডাকলে সেখানে পুলিশ বা জেলাশাসক যেতে পারে না। তাদের যদি প্রয়োজন হয় তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। জেলাশাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, উপাচার্যের সঙ্গে কথা বলে একটি বৈঠক করে পরিস্থিতির সুষ্ঠু সমাধান করতে। প্রতিবাদের বিষয় মমতা বলেন, শান্তিনিকেতনে পৌষমেলার মাঠের কাছে যে নির্মাণ কাজ হচ্ছিল সেটির প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁরা চান না ইট-কাঠ দিয়ে রবীন্দ্রনাথের মুক্ত পরিবেশে আশ্রমকেন্দ্রিক লেখাপড়ার যে ঐতিহ্য সেটা কোনও ভাবে বিঘ্নিত হোক। মুখ্যমন্ত্রী নিজেও এই বিষয়টাকে সমর্থন করেন। সুতরাং ওই অঞ্চলে কোনও রকম নির্মাণের পক্ষে নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous articleবলিউডে ফের ধাক্কা ! প্রয়াত ‘দৃশ্যম’, ‘রকি হ্যান্ডসাম’ ছবির পরিচালক নিশিকান্ত কামাত
Next articleবিশ্বভারতীর অশান্তিতে দল জড়িত? অনুব্রতকে দেখার দায়িত্ব দিলেন মহাসচিব