Monday, August 25, 2025

কোচবিহারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ শৈলেন্দ্র প্রসাদ-সহ ৫০০ জনের

Date:

বিজেপি ছেড়ে পাঁচশো দলীয় কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা জেলা সম্পাদক শৈলেন্দ্রপ্রসাদ সাউ। সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। ছিলেন অনগ্রসর উন্নয়ন কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, কোচবিহার পুরসভার প্রশাসনিক আধিকারিক ভূষণ সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।কোচবিহার জেলা তৃণমূলের কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোচবিহার সদর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির যে ক্ষমতা তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের পরে তার অন্যতম কাণ্ডারী শৈলেন্দ্রপ্রসাদ সাউ। তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে পুরসভা এলাকায় তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি হল বলে মত রাজনৈতিক মহলের। তাঁকে দলের পক্ষ থেকে স্বাগত জানান জেলা সভাপতি। বিজেপিতে সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও দল তাঁকে এক ঘরে রাখা হয়েছিল বলে অভিযোগ শৈলেন্দ্রপ্রসাদ সাউয়ের। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ এবং উন্নয়নের সাথী হিসেবে তিনি কোচবিহার জেলায় তৃণমূলের হয়ে কাজ করবেন”। তাঁর সঙ্গে আরও ৫০০ জন বিজেপির যুব মোর্চার সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরা সকলেই বিজেপির ব্যবহারে ক্ষুব্ধ।

যদিও এই প্রসঙ্গে বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভার মন্তব্য, দলের গুরুত্বহীন নেতা কোথায় গেল তা নিয়ে দলের মাথা ব্যথা নেই। সে চলে যাওয়াতে দলের সাংগঠনিক ক্ষমতা কোনওরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না’।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version