রাষ্ট্রসংঘে ইরান বিরোধী প্রস্তাবে সম্মতি শূন্য, কোণঠাসা ট্রাম্প

রাষ্ট্রসঙ্ঘের ইরান বিরোধী প্রস্তাবে সম্মতি পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইরান বিরোধী অবস্থানে সর্বসম্মতি মিলবে না তা স্পষ্ট ছিল। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে চিন ও রাশিয়ার ভেটো প্রয়োগ হচ্ছেই তা বুঝতে পারছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, তিনি জানতেন ইরান বিরোধী প্রস্তাব রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খারিজ হয়ে যাব। চিন, রাশিয়া ছাড়াও এ প্রস্তাবে সাড়া দেয়নি ১১টি দেশ। এ বিষয়ে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি বলেন, তেহরানের কূটনীতি এবং পরমাণুর ক্ষেত্রে সঠিক অবস্থানের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে।

Previous articleচন্দ্রকোনায় করোনা রোগীকে সাহায্য যুগ্ম বিডিও এবং ওসির
Next articleগোষ্ঠীদ্বন্দ্ব উড়িয়ে দিয়ে মুকুল যেন পার্টির ‘ইয়েস ম্যান’