মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিশ্বভারতীর উপাচার্যর সঙ্গে কথা বলে বৈঠক ডাকলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা। এর আগে এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে নির্দেশ দেন, পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণ নিয়ে অশান্তি ছড়ানোর বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে। একটি বৈঠক করে পরিস্থিতির সুষ্ঠু সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো সোমবার ফোনে কথা বলে বুধবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা।
