অশান্তির জেরে: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী

পৌষমেলা মাঠে পাঁচিল দেওয়ার বিষয়ে ধুন্ধুমার বিশ্বভারতী চত্বরে। হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এ বিষয়ে কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে তারা। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতীর অধ্যাপক এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

একইসঙ্গে পাঁচিল দেওয়া ঘটনা নিয়ে তারা জানায়, পাঁচিল নয়, পরিবেশ আদালতের নির্দেশ মতো ফেনসিং দেওয়ার কাজ চলছিল। প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা না করার সিদ্ধান্ত নেয়। পরে নিজেরাই সেই সিদ্ধান্ত বদলে পরিবেশ আদালতের নিয়ম মেনে মেলা করার প্রস্তুতি নিয়েছিল ডলে দাবি তাদের। সেইমতো গেট ও ফেনসিং তৈরি করা হচ্ছিল। কোন পাঁচিল দেওয়া হচ্ছিল না বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতা, বিক্ষোভ এবং হামলার জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।

Previous articleসড়ক-টু: যিশুর পক্ষে কলম ধরলেন রাহুল অরুণোদয়
Next articleনিজের লড়াই শেষ, অঙ্গ দিয়ে একাধিক মানুষের প্রাণ বাঁচালেন যুবক!