Monday, May 5, 2025

গত ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের পর থেকে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তারই জবাব দিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যপাল প্রসঙ্গে এদিন পার্থবাবু বলেন, “রাজ্যপাল তাঁর আসনের মর্যাদা দিতে জানেন না। তিনি নিজেই সংবিধান মানেন না। তাই একটি নির্বাচিত সরকারের কাছে সরকার বিরোধী মুখ হয়ে দাঁড়িয়েছেন বাংলার রাজ্যপাল। সব বিষয়ে টুইট করে এই অবস্থান তুলে ধরছেন তিনি।”

এখানেই থেমে থাকেননি তিনি। সুর চড়িয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, “রাজভবনের কথা এখন মানুষ আর বিশ্বাস করছে না। এই অতি মহামারির সময় মানুষের পাশে না দাঁড়িয়ে অসাংবিধানিক ভাবে গোপন কথাকে গোপন না করে মুখ খুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের দিন তাঁর সঙ্গে আগেই দেখা করেছিলেন। এটা কি করে সংবিধানবিরোধী হয়? আসলে রাজ্যপাল বিজেপির ভাষায় কথা বলছেন। আর রাজভবন বিজেপির পার্টি অফিস হয়ে গিয়েছে। উনি রাজ্যপালের আসন ছেড়ে বিজেপিতে যুক্ত হোন, সেটাই আমরা চাই।”

রাজ্যপালের পাশাপাশি এদিন বিজেপি নেতা মুকুল রায়কেও কটাক্ষ করেন তৃণমূল মহাসচিব। মুকুল বলেছেন, রাজ্যপালের অভিযোগ খতিয়ে দেখে রাজভবনের ওপর যে নজরদারি চলছে বা নথিপত্র লোপাট হচ্ছে, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। তারই উত্তর দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বিদ্রূপের সুরে বলেন, “মুকুল আবার কবে ফুটল!”

এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষা শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখতে বলা হয়েছে। তাঁকে দ্রুত রিপোর্ট দেওয়ার কথাও জানানো হয়েছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version