রাশিয়ার পর চিন, করোনা ভ্যাকসিনের অনুমোদন জিংপিং সরকারের

রাশিয়ার পর এবার করোনা ভ্যাকসিন আনার কথা ঘোষণা করল চিন। এই ভ্যাকসিনের অনুমোদন দিল জিংপিং সরকার। যার নাম Ad5-nCOV। ভ্যাকসিনের পেটেন্ট দাবি করেছে কানসিনো।

গত ডিসেম্বরে চিনে প্রথম ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। গত সপ্তাহে বিশ্বে প্রথম ভ্যাকসিনের কথা ঘোষণা করেছে রাশিয়া। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভ্যাকসিনের অনুমোদন দিল চিন। চলতি বছর মার্চ মাস থেকে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। চিন জানিয়েছে এই ভ্যাকসিন নিরাপদ এবং ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম। জানা গিয়েছে, ৩২০ স্বেচ্ছাসেবী নেন। যাদের বয়স ১৮ থেকে ৫৯ এর মধ্যে। এরমধ্যে ৯৬ জন প্রথম ধাপে এবং ২২৪ জন অংশ নেন দ্বিতীয় ধাপের ট্রায়ালে।

Previous articleনতুন কেউ নন, তিন পুরোনো নেতার একজন হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি
Next articleআইপিএল-এর স্পনসরশিপের দৌড়ে এগিয়ে দেশীয় সংস্থা টাটা সন্স