Thursday, November 6, 2025

PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে পাঠানো হোক- এই আবেদন করে কেন্দ্রের বিরুদ্ধে এক এনজিও-র জনস্বার্থ মামলা দাখিল করে।

PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল বা NDRF-এ জমা করার দরকার নেই। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল
বা NDRF- এ পাঠানো হোক, এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রের বিরুদ্ধে একটি NGO জনস্বার্থ মামলা করে। এদিন সুপ্রিম কোর্ট সেই এই মামলা খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্টে NGO-র পেশ করা আবেদনে বলা হয়, করোনা মহামারির আবহে PM CARE তহবিলে জমা পড়া অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল বা NDRF- এ পাঠানো হোক। কেন্দ্র PM CARE জনা পড়া অর্থের বিষয়ে সঠিক তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৯ বিপর্যয় মোকাবিলা আইন কোভিড-১৯ মোকাবিলার জন্য যথেষ্ট। এর জন্য কোনও নতুন পরিকল্পনার প্রয়োজন নেই। প্রয়োজনে স্বেচ্ছায় NDRF-কে অর্থ সব সময় দেওয়া যায় বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, PM CARE-এর সংগৃহীত তহবিল ও জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল সম্পূর্ণ পৃথক। PM CARE-এর তহবিল বিভিন্ন স্বেচ্ছাসেবী ট্রাস্টের দানের জন্য গঠিত। এই অনুদানের টাকা NDRF- কে দেওয়া যায় না। তাই তহবিল স্থানান্তরের প্রয়োজন নেই।

প্রসঙ্গত, পাব্লিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে গত ২৮ মার্চ PM CARE তহবিল গড়ে তোলা হয়। যার তহবিলের লক্ষ্য, কোভিড-১৯ -এর মতো কোনও আপদকালীন বা সঙ্কটজক পরিস্থিতি মোকাবিলা করা।

শুনানিতে সরকারের বক্তব্য ছিলো, ‘PM CARE’ একটি অনুদানের ফান্ড। এর অর্থ সরাসরি জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে স্থানান্তর করানো যায় না। এই আবেদন মেনে নেওয়া যায় না৷ ৩২ নম্বর ধারা অনুযায়ী এর কোনও যুক্তিও নেই। ২০০৫ সালের আইন সম্পূর্ণ পৃথক। সুতরাং গোটা আবেদনই ভুল ধারণাবশত।’

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version