Friday, December 19, 2025

সায়ন্তনের নেতৃত্বে ময়নাগুড়িতে ডেপুটেশন দিতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড

Date:

Share post:

ডেপুটেশন দিতে যাওয়ার পথে বিজেপির নেতা-কর্মীরা সায়ন্তন বসুর নেতৃত্বে পুলিশের ব্যারিকেড ভাঙায় তুমুল গণ্ডগোল হল ডুয়ার্সের জলপাইগুড়ির মযনাগুড়িত। মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ি থানার দুর্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গণ্ডগোলের সময়ে বিজেপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর-ঢিল ছোড়ে বলে অভিযোগ। পুলিশও লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ওই ঘটনায় একজন পুলিশকর্মী অসুস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও জলপাইগুড়ির পুলিশ কর্তৃপক্ষ জানান, ওই পুলিশকর্মী আগে থেকেই অসুস্থ ছিলেন। পুলিশ ওই ঘটনায় মামলা রুজু করলেও কাউকে এখনও গ্রেফতার করেনি।

সূত্রের খবর, কিছুদিন আগে ময়নাগুড়ির হুসলুরডাঙা এলাকার মিঠুন দাস বলে, একজনকে খুন করা হয়েছে বলে দাবি করে বিজেপির তরফে এদিন ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই মতো দুর্গাবাড়ি এলাকার কাছে বিজেপি অফিস থেকে সায়ন্তন বসুর নেতৃত্বে মিছিল শুরু হয়, উদ্দেশ্য ময়নাগুড়ি থানা। কিন্তু, পার্টি অফিসের অদূরে পুলিশ ব্যারিকেড করে দেয়। সেই ব্যারিকেড ভাঙতেই শুরু হয় গোলমাল। অভিযোগ, সে সময়ে পুলিশের উপরে বৃষ্টির মতো ইট-পাথর পড়তে থাকে। কয়েকটি চেয়ার ছুড়ে মারা হয়। তাতে কয়েকজন জখম হন। পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিজপি নেতাদের দাবি, ভিড়ের মধ্যে মিশে তৃণমূলের লোকেরা ঢিল ছুঁড়েছে। কিন্তু, পুলিশের দাবি, মিছিলকারীদের মধ্যে থেকেই হামলা শুরু হয়েছে।

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...