Friday, November 14, 2025

ভুয়ো করোনা রিপোর্ট দেখিয়ে আদালতকে ফাঁকি! গ্রেফতার অভিযুক্ত চিকিৎসক  

Date:

ভুয়ো চিকিৎসক। ভুয়ো করোনা রিপোর্ট । সেই রিপোর্ট দেখিয়ে আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। কল্যাণী থেকে ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ৷

ঘটনাটি ঠিক কী ?

পুলিশ জানিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপার্ক থানার নোয়াপাড়া এলাকার একটি নার্সিংহোমের চিকিৎসক বজরুল রহমান মোল্লা৷ তাঁর কাছে চিকিৎসা করাচ্ছিলেন নিখিল চন্দ্র রায় নামে এক ব্যক্তি। উত্তর ২৪ পরগণার বারাসতের ন’পাড়া দেশবন্ধু রোডের বাসিন্দা৷ তাঁর ব্রেন টিউমার ছিল। গত জুন মাসের ৩০ তারিখ তিনি ইকোপার্ক থানা এলাকার নোয়াপাড়ার ওই  নার্সিংহোমে ভর্তি হন৷ এরপর ১২ জুলাই তাঁর মৃত্যু হয়৷ এই চিকিৎসায় খরচ হয় ১ লাখ ৭৫ হাজার টাকা৷
ভুল চিকিৎসায় নিখিলবাবুর মৃত্যু হয়েছে বলে  চিকিৎসক বজরুল রহমান মোল্লার  নামে  অভিযোগ করেন মৃতের পরিবার৷ এমনকি খোঁজ নিয়ে  জানা যায় ওই চিকিৎসক ভুয়ো ৷ পুরো বিষয়টি তাঁরা পুলিশকে জানান৷ এবং লিখিত অভিযোগ করেন৷

অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসকের বিরুদ্ধে মামলা  করে৷ বিপাকে পড়ে হাসপাতাল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এরপর তিনি নতুন বুদ্ধি ফাঁদেন। করোনা আক্রান্ত বলে আদালত থেকে জামিন নিয়ে নেন৷ পুলিশ তদন্ত করে দেখে চিকিৎসকের ওই করোনা রিপোর্টও ভুয়ো।

অবশেষে  কল্যাণী থেকে ওই ভুয়ো চিকিৎসক বজরুল রহমান মোল্লাকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ৷

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version