পরমাণু বোমা বানানোর কাজ অব্যাহত উত্তর কোরিয়ায়, দাবি আমেরিকার

মহামারি পরিস্থিতিতেও উত্তর কোরিয়ার পরমাণু মিসাইল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত। সম্প্রতি মার্কিন রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইউএস মিলিটারির রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে অন্তত ৬০ টি নিউক্লিয়ার বোমা ও ৫০০০ টন রাসায়নিক অস্ত্র আছে। ওই রিপোর্টে আমেরিকা দাবি করেছে, প্রতিবছর অন্তত ৬টি বোমা তৈরি করে উত্তর কোরিয়া। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে উত্তর কোরিয়ার কাছে থাকবে ১০০ টি পরমাণু বোমা।

আমেরিকার অনুমান, বিশ্বের তৃতীয় সর্বাধিক রাসায়নিক অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার কাছে। যার পরিমাণ ২৫০০ থেকে ৫০০০ হাজার টন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাসায়নিক অস্ত্র হিসেবে উত্তর কোরিয়ার কাছে আছে একাধিক জীবাণু। একই সঙ্গে সাইবার যুদ্ধের বন্দোবস্ত আছে সে দেশের কাছে। মার্কিন সেনাদের ধারণা ৬ হাজার হ্যাকার রয়েছে উত্তর কোরিয়ার হাতে। এই রিপোর্ট ইতিমধ্যেই ইউএন সিকিউরিটি কাউন্সিলের নর্থ করিয়া সায়েন্সেস কমিটির কাছে পেশ করা হয়েছে।

Previous articleরাইটার্স বিল্ডিংয়ে কর্মরত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার বাড়ি থেকে
Next articleলকডাউনের দুদিন রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবাও