লকডাউনের দুদিন রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবাও

আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে পূর্ণ লকডাউন। এই দুদিন রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবাও। শুধুমাত্র তাই নয়, স্পেশাল ট্রেনও চালাবে রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, ২০ ও২১ তারিখ কলকাতা বা হাওড়া স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়বে না। এমনকি অন্য কোনও রাজ্যে থেকে ট্রেন আসবেও না।
এক নজরে দেখে নিন
যে ট্রেনগুলি আগামী দু’দিন বাতিল থাকছে –

আপ ও ডাউন- হাওড়া-পাটনা এক্সপ্রেস

হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস

শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন

হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন

শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস

যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস

শিয়ালদহ-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস

ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস

আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
সেগুলি হল-
সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর পর্যন্ত আসবে।
ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেস।

Previous articleপরমাণু বোমা বানানোর কাজ অব্যাহত উত্তর কোরিয়ায়, দাবি আমেরিকার
Next articleবিশ্বভারতীতে পাঁচিল দেওয়ার প্রতিবাদে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদের