বিশ্বভারতীতে পাঁচিল দেওয়ার প্রতিবাদে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদের

রবি ঠাকুরের স্বপ্নের-প্রাণের বিশ্বভারতীতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা ও অচলাবস্থা। শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের উল্টো দিকে প্রায় দশ ফুট উঁচু পাঁচিল তৈরি করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর সেই পাঁচিলের আড়ালে ঢাকা পড়ল শান্তিদেব ঘোষের বাড়ি। অন্যদিকে, ঐতিহ্যবাহী পৌষ মেলার ভুবনডাঙার প্রাঙ্গণে পাঁচিল দেওয়ার প্রতিবাদ জানিয়ে সরব হলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা।

আজ, বুধবার তাঁরা সঙ্গীত ভবনের সামনে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর কোনওদিন এই ধরনের শান্তিনিকেতন বা বিশ্বভারতী চাননি। বিশ্বভারতীকে জেলখানার মতো বন্দি করলে বিশ্বের দরবারে তার মান আরও নেমে যাবে বলেও দাবি করেছেন তাঁরা।

Previous articleলকডাউনের দুদিন রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবাও
Next articleরাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ, এবার প্রত্যক্ষ রাজনীতিতে ফিরবেন তথাগত রায় ?