অতিমারি আবহে ভার্চুয়াল সংসদ অধিবেশনের আর্জি, স্পিকারকে চিঠি অধীরের

অতিমারি পরিস্থিতিতে ভার্চুয়াল সংসদ অধিবেশনের আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন তিনি।

ওই চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেছেন, “নিয়ম অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের ব্যবধান ৬ মাসের বেশি হয় না। খুব শীঘ্রই সংসদের অধিবেশন শুরু হতে চলেছে।কিন্তু সংক্রমণের মাত্রা কমছে না। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজারের বেশি। এই পরিস্থিতিতে আমার আবেদন একটি অ্যাপ এবং লিঙ্ক সুপারিশ করুন, যাতে কেউ সরাসরি সংসদে উপস্থিত না থাকতে পারলেও অ্যাপের মাধ্যমে নিজের বক্তব্য জানাতে পারবে। ঠিক যে পদ্ধতিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার কাজ চলছে।”

এই ভার্চুয়াল অধিবেশনে প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করার কথা বলেছেন তিনি। কংগ্রেস সাংসদ আরও উল্লেখ করেছেন, আমার ধারণা সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন সংক্রমণ পৌঁছবে ৭০ হাজারে। তাই এই পদ্ধতি অবলম্বন করা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়।”

Previous articleসুশান্ত তদন্তে সিবিআই : ৩৫ পাতার রায়, পদে পদে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত মুম্বই পুলিশ
Next articleসুখবর: ভারতের বাজারে আসছে ROYAL ENFIELD-এর ইলেক্ট্রিক বাইক!