Monday, May 5, 2025

সমবায় ব্যাঙ্কের কোটি কোটি টাকার ঘোটালা, বিজেপি সাংসদ অর্জুনের ঘাঁটিতে পুলিশি তল্লাশি

Date:

Share post:

ভাটপাড়া পুরসভা ও ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের বিপুল পরিমাণ টাকা তছরূপের অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘাঁটিতে পুলিশি তল্লাশি শুরু। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ বাহিনী আসে অর্জুনের ঘাঁটি মজদুর ভবনে। এবার সরকারিভাবে নোটিশ নিয়েই পুলিশি তল্লাশি। তিন তলার ওই প্রাসাদোপম বাড়িটিতে পুলিশের দল তিনটি ভাগে ভাগ হয়ে তল্লাশি শুরু করে। পাপ্পু সিং যে তলায় থাকেন, সেই তলার কোলাপসিবল গেট লক করা থাকায় তা ভেঙেই ঢোকে পুলিশ।

কী অভিযোগ অর্জুনের বিরুদ্ধে? জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা ও ভাটপাড়া কো-অপারেটিভ থেকে বেআইনিভাবে টাকা সরানো হয়েছে অর্জুন সিংয়ের আত্মীয়দের নানা কোম্পানি ও ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একটি সূত্র জানাচ্ছে, তছরূপের পরিমাণ কম করে ১০০ কোটি টাকা।

ইতিমধ্যে ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের তছরূপ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, শুধু ২০১৮-২০১৯ আর্থিক বছরে ১১.৫ কোটি টাকার গরমিল। ২০১৬-১৭-র হিসাবও খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, বিরাট একটি ঘোটালা সামনে আসছে। অন্যদিকে ভাটপাড়া পুরসভার আর্থিক অনিয়মের তদন্ত করতে গিয়ে পুলিশ দেখেছে, শুধু ২০১৯ সালেই ৪.৫ কোটি টাকার গরমিল। অনুমান, তদন্ত ২০১৬ থেকে শুরু করলে তছরূপের অঙ্ক বিরাট অঙ্কে গিয়ে দাঁড়াবে। ফলে বিপদ বাড়ল অর্জুন সিং ও তার পরিবারের।

spot_img
spot_img

Related articles

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...