ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন সুখবিন্দর- নরেশ কুমার

ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন ফুটবলার-কোচ সুখবিন্দর এবং টেনিস তারকা এবং ভারতীয় দলের এক সময়ের নন প্লেয়িং ক্যাপ্টেন নরেশ কুমার। সাব্বির আলি, সৈয়দ শাহিদ হাকিমের পর তৃতীয় ফুটবলার হিসাবে সুখবিন্দারের এই ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্তি। সুখবিন্দরের কোচিংয়ে ভারতীয় দল সাফ কাপ চ্যাম্পিয়ান হয়। অনূর্ধ্ব ২৩ দল তাঁর কোচিংয়ে সাফ সাফ জিতেছিল। আবার জেসিটিকে প্রথমবার জাতীয় লিগ চ্যাম্পিয়ন করার পিছনে তিনি।