Wednesday, November 12, 2025

বিধাননগরে কারখানা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, কারণ নিয়ে ধন্দে পুলিশ

Date:

বিধাননগরে কারখানার ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক ওই কারখানারই কর্মী। কিন্তু প্রশ্ন উঠেছে, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরও তিনি কেন ভিতরে ছিলেন? কেন ওই যুবককে খুন করা হল, কিসের উদ্দেশ্যে এই খুন তা খতিয়ে দেখছে
পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও কর্মীরা এসে গোরাপদ সরকার লেনের ডাল কারখানার দরজা খোলেন। সেখানেই দেখা যায় , ভিতরে নৈহাটির গৌরিপুরের বাসিন্দা রাহুল সাউ মাটিতে পড়ে রয়েছে। চারপাশে রক্ত জমাট বেঁধে রয়েছে। কর্মীরা জানিয়েছেন, রাহুলের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এরপর তাঁরাই পুলিশে খবর দেন। বিধাননগর থানা ও লালবাজার থেকে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছ, রাহুলের মাথার পিছনে গভীর ক্ষত ছিল। মাথায় আঘাত করে খুন করা হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের । তদন্ত ঘোরাতেই এবং পুলিশকে বিভ্রান্ত করতে গলায় কোপ দেওয়া হয়েছে।  রাহুলের মোবাইলের খোঁজ শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , কারখানার দরজা বাইরে থেকেই বন্ধ ছিল।
কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে , মঙ্গলবার বিকেলেই কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। তখন রাহুল কারখানায় উপস্থিত ছিলেন না। হয়ত রাতে ফের সেখানে এসেছিলেন তিনি। মনে করা হচ্ছে, কারখানার ভিতরে কারোর সঙ্গে বচসা হয়েছিল রাহুলের। তার জেরেই তিনি খুন হয়ে থাকতে পারেন ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version