বেসরকারি হাতে বিমানবন্দর, সীলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

বেসরকারি হাতে বিমানবন্দর তুলে দিল কেন্দ্রীয় সরকার। সিদ্ধান্ত আগেই হয়েছিল। বুধবার সেই সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার। পিপিপি মডেলে দেশের তিন বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দিল কেন্দ্র। এই তালিকায় রয়েছে জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরম বিমানবন্দরের নাম।

পিপিপি মডেলে সাধারণত ৫১ শতাংশ অংশীদারিত্ব থাকে বেসরকারি সংস্থার। ৪৯ অংশীদারিত্ব থাকে সরকারের। অর্থাৎ বিমানবন্দরের যাবতীয় বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সংস্থা। কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল দেশের ১২ টি বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। যার মধ্যে আমদাবাদ, ম্যাঙ্গালোর, লখনউ, জয়পুর, গুয়াহাটি এবং তিরুবনন্তপুরম বেসরকারিকরণের প্রথম পর্যায়ের কাজ হয়ে গিয়েছিল। গোটা প্রক্রিয়া শেষ হলে আদানি এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট ছ’টি বিমানবন্দরের দায়িত্ব নেবে বলে জানা গিয়েছে।

Previous articleযুবযোদ্ধারাই একদিন বাংলাকে পথ দেখাবেন, নিশ্চিত বিশ্বাস সাংসদ অভিষেকের
Next articleসুশান্ত তদন্তে সিবিআই : ৩৫ পাতার রায়, পদে পদে সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত মুম্বই পুলিশ