IPL-এর নতুন স্পনসর
Dream 11-এর নিয়োগ
নিয়েও এবার জোরদার আপত্তি উঠেছে। BCCI-কে চিঠি লিখে বণিক সংগঠন CAIT বা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এ ব্যাপারে নির্দিষ্ট আপত্তির কথা জানিয়েছে৷

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এই চুক্তির প্রতিবাদ করে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি লেখে। ওই চিঠিতে বলা হয়েছে, ”Dream 11-কে IPL-এর স্পনসর হিসেবে বেছে নেওয়ায় আমরা বেদনাহত। কারণ, চিনের সংস্থা এই Dream 11-এর
বড় অংশীদার। আমাদের স্পষ্ট মতামত, এই সিদ্ধান্ত নেওয়ার অর্থ ঘুরপথে চিন-বিরোধী ভারতবাসীর আবেগে আঘাত করা।”

প্রসঙ্গত, এই CAIT সংগঠনটিই VIVO-কে স্পনসর হিসেবে রেখে দেওয়ার তীব্র বিরোধিতা করেছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২০১৮ সালে চিনের গেমিং সংস্থা ‘টেনসেন্ট’-এ ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে Dream 11 সংস্থাটি৷ সেবছরই ড্রিম ইলেভেনের বার্ষিক আয় বেড়ে যায় প্রায় ৩ গুণ। বিগ ব্যাশ, প্রো-কাবাডি, এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গেও একই বছরে চুক্তি হয়।
এবার, ২২২ কোটি টাকার বিনিময়ে এই অনলাইন গেমিং সংস্থাটি IPL-এর মতো মেগা টুর্নামেন্টের টাইটেল স্পনসর হয়ে গিয়েছে। আর সেখানেই আপত্তি CAIT-র। তাঁদের দাবি, BCCI ঘুরপথে সেই চিনা সংস্থাকেই স্পনসরশিপ দিয়ে দিলো৷

উল্লেখ্য, গত জুনে লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের আওয়াজ ওঠে। কেন্দ্রীয় সরকারও একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করে৷ এই পরিস্থিতিতেও BCCI প্রথমে বলেছিলো, চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা VIVO-কেই টাইটেল স্পনসর হিসেবে রেখে দেওয়া হবে। যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পরে পরিস্থিতি প্রতিকূল বুঝে নিজেরাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় VIVO। পরিবর্তে স্পনসর হয়ে যায় Dream 11 সংস্থা৷। এবার নতুন এই সংস্থার সঙ্গেও চিনের যোগ থাকার অভিযোগ উঠলো৷



