নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলবে, জানালো হাওয়া অফিস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক গভীর নিম্নচাপের ফলে মৌসুমী বায়ু সক্রিয় থেকে অতিসক্রিয় করেছে। আবহাওয়ার পূর্বাভাস,
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে ২৩ তারিখ অর্থাৎ আগামী রবিবার।

গতকাল বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের মূলত দক্ষিণের জেলাগুলিতে। এই বৃষ্টির পরিমাণ আজ, বৃহস্পতিবার আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হওয়া অফিস জানাচ্ছে, ২০-২৫ তারিখ পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। আজ, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান ও দুই চব্বিশ পরগনায় ভারি বৃষ্টির হবে।

দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে অতিভারি বৃষ্টির সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলোচ্ছ্বাসের সম্ভাবনা এবং শহরাঞ্চল কলকাতা ও সুন্দরবন জলমগ্ন হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

Previous articleরাজ্যে ফের দুদিনের সম্পূর্ণ লকডাউনে এই বিধিনিষেধগুলি মেনে চলুন
Next articleকরোনা মোকাবিলায় বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি