শোভন চট্টোপাধ্যায় তৃণমূলেই ফিরতে চলেছেন। দলে ফিরবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, শীর্ষস্তরে আলোচনা চলছে। জট খুলবে দিনকয়েকের মধ্যেই।

এর মধ্যে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় সামাজিক কর্মসূচির মোড়কে একটি বিজেপিপন্থী কর্মসূচিতে যেতে বলা হয়েছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। তিনি পত্রপাঠ নাকচ করে দেন প্রস্তাব। এই ঘটনাও বিশেষ ইঙ্গিতবাহী।

জানা গিয়েছে, বিজেপি আবার শোভনকে সক্রিয়ভাবে নামাতে চেষ্টা করছে। কৈলাসের কলকাতাসফরের সময়ে বৈঠক করানোর চেষ্টাও হয়েছিল। কিন্তু আগের অভিজ্ঞতা এত খারাপ যে সাড়া দেননি শোভন-বৈশাখী।

এর মধ্যে আবার শোভনকে তৃণমূলে ফেরানোর আলোচনা গতি পেয়েছে। এক হেভিওয়েট মন্ত্রী সক্রিয়। আরেক মন্ত্রী বহুদিন পর শোভনের বাড়ি গিয়ে চার ঘন্টা আড্ডা মেরেছেন। বৈশাখী নিজেও তৃণমূলের অধ্যাপক শাখায় কাজ করেছিলেন। তিনিও বিজেপির বিষয়ে বীতশ্রদ্ধ।


শোভন-বৈশাখীর বিবেচ্য: বিজেপিতে নেওয়ার সময় যা অভ্যর্থনা হয়, তারপর উল্টো। কাজের পরিসর নেই। অপমানিত হতে হয়।

শোভন আপাতত ঘরবন্দী আছেন।
কিন্তু সূত্রের খবর, তিনি তৃণমূলেই ফিরবেন। কিছু বিষয়ের জট খোলার প্রক্রিয়া চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান দলের পুরনো নেতা দলেই ফিরুন। মোটামুটি এই অভিমুখেই কথা চলছে।

উল্লেখ্য, ভাইফোঁটার দিন শোভন-বৈশাখী মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলেন। বরফ অনেকটাই গলে আছে। তবে শোভনবাবুর ব্যক্তিগত সম্পর্কজনিত কিছু জট সম্মানজনকভাবে সমাধানের ফর্মুলা তৈরিতেই একটু সময় লাগছে।
