হোটেল, রেস্তোরাঁয় মদ্যপানের অনুমতি দিল্লি সরকারের

হোটেল, রেস্তোরাঁ সহ ক্লাবে মদ্যপানের অনুমতি দিল দিল্লি সরকার। যাদের বৈধ লাইসেন্স আছে তারা মদ্যপানের পরিষেবা চালু করতে পারে বলে এক নির্দেশিকায় জানিয়েছে দিল্লি সরকার।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোধার সই করা ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, “আনলকের গাইডলাইন অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্ট চালু করা যেতে পারে। ১৯ অগাস্টের বৈঠকের পর হোটেল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।” কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। ওই নির্দেশিকায় তিনি উল্লেখ করেছেন অসম, পাঞ্জাব, রাজস্থানের মতো বেশ কিছু রাজ্য হোটেল এবং ক্লাবে মদ্যপানের। বৈধ লাইসেন্স আছে এমন রেস্টুরেন্ট ক্লাবের টেবিলে এবং হোটেলের ঘরে মদ্যপানের অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। এর জন্য আবগারি দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য।

Previous articleলকডাউন ভেঙে নেতাদের নাম নিয়ে বাঁচার চেষ্টা, তবুও উত্তরবঙ্গে আটক শতাধিক
Next articleলকডাউনের কাঁকুড়গাছিতে কর্তব্যরত পুলিশ কর্মীকে ধাক্কা বেপরোয়া গাড়ির