Friday, November 14, 2025

শুভেন্দু অধিকারীকে ঘিরে গত 48 ঘন্টায় রাজনৈতিক চর্চা দারুণ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তার ঝড় বইছে।

জল্পনা 1) তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তিনি। পুজোর আগেই দলবদল।

জল্পনা 2) আলাদা দল গড়ছেন শুভেন্দু। থাকবেন আরও কয়েকজন। নির্বাচন কমিশনে আবেদন হয়ে গিয়েছে। এই দলের সঙ্গে বিজেপির জোট হবে। মূলত সংখ্যালঘু আসন, যেখানে বিজেপির নিজস্ব প্রার্থী জিতবে না, সেখানে লড়বে এই দল। তাছাড়া শুভেন্দুদের প্রভাবিত এলাকায় তো বটেই।

জল্পনা 3) শুভেন্দু তাঁর ঘনিষ্ঠদের তৃণমূল থেকে পদত্যাগ করতে বলছেন।

জল্পনা 4) শুভেন্দু তাঁর ঘনিষ্ঠদের বার্তা দিয়ে বলছেন বিজেপিবিরোধী কোনো কর্মসূচিতে না থাকতে।

জল্পনা 5) শুভেন্দু সরকার ও দলের কর্মসূচি এড়িয়ে চলছেন।

জল্পনা 6) শুভেন্দুপন্থীরা যা ব্যানার, পোস্টার দিচ্ছেন, তাতে দলের চিহ্ন থাকছে না।

এই বিষয়গুলি সত্যি না ভুল, কেউ নিশ্চিত নন। তবে গুঞ্জন প্রবল। শুভেন্দু নিজে গোটা বিষয়টায় মুখে কুলুপ এঁটে রহস্য আরও বাড়াচ্ছেন। বিজেপির একটি অংশ খুশি। অন্য অংশে বিরূপ প্রতিক্রিয়া। তৃণমূল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। একটি সূত্র বলছে, শুভেন্দুর কিছু বক্তব্য থাকতেই পারে। কিন্তু বিজেপিতে নেওয়ার সময় আড়ম্বর আর তার পরের জটিল পরিস্থিতি নিশ্চয় তিনিও বিবেচনায় রাখছেন। এখন ভোটের মুখে কৈলাস মুকুল রায়কে সঙ্গে নিয়ে ঘুরছেন, তাঁকে সম্মানের কথা বলা হচ্ছে। কিন্তু গত আড়াই বছর মুকুলের মত নেতাকে কোনো সম্মানজনক পদও দেয়নি বিজেপি। শুভেন্দু বা মুকুল, কাউকেই পরবর্তী মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে যাবে না তারা। তাহলে শুভেন্দুর লাভ কী? বিজেপির একাংশের বক্তব্য, দলটা প্রাক্তন তৃণমূলিদের হাতে যাচ্ছে। এটা হতে দেব না আমরা। সময় এলেই সেটা বোঝা যাবে। অন্য অংশ বলছে, শুভেন্দু তৃণমূল ছাড়াটা একটা বড় ধাক্কা হবে। তাতে আমরা লাভবান হব।

এদিকে, শুভেন্দুর ঘনিষ্ঠ সমর্থকদের ফেস বুক পোস্ট “শূন্য থেকে শুরু”র ইঙ্গিত দিচ্ছে। শুভেন্দু বিভিন্ন জেলায় তাঁর পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
তবে তৃণমূল শীর্ষনেতৃত্বের সঙ্গে শুভেন্দুর স্নায়ুযুদ্ধ চললেও তা যে বিচ্ছেদের বিন্দুতে পৌঁছে গিয়েছে, তা বিশ্বাস করছেন না অনেকেই। যে কোনো দিকে মোড় নিতে পারে পরিস্থিতি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version