Wednesday, August 27, 2025

ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বিসমিল্লাহ খাঁর বসত ভিটে, নিঃশব্দে মুছে গেল প্রবাদপ্রতিম শিল্পীর স্মৃতিচিহ্ন

Date:

প্রয়াণ দিবসের প্রাক্কালে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খাঁর বসত ভিটে। ইতিহাসের পাতা থেকে মুছে গেল এক প্রবাদপ্রতিম সানাই বাদকের কীর্তির স্মৃতি চিহ্ন ।
১৯৩৬ সাল থেকে বিসমিল্লা বেনারসের যে বাড়িতে থাকতেন, গত ১২ অগাস্ট সেই স্মৃতিবিজড়িত বাড়ির অংশবিশেষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে । এই কাজে বাধা দিতে এগিয়ে আসেনি পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ওই বাড়িটিকে কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হবে। কোনও হেলদোল দেখায়নি উত্তরপ্রদেশ সরকার। বাড়িটি রক্ষা করতে উদ্যোগী হয়নি কেন্দ্র সরকারও। বিসমিল্লার রেওয়াজ ঘর। থেকে শুরু করে তার সুর-সাধনার অসংখ্য মূল্যবান স্মৃতিচিহ্ন নিঃশব্দ মুছে ফেলা হল।। আস্তাকুঁড়েতে ঠাঁই হল তার ব্যবহৃত আসবাব, জিনিসপত্র।বারানসির গঙ্গার তীরে বেড়ে ওঠা বিসমিল্লাহ খাঁর মনপ্রাণও ছিল অত্যন্ত উদার। ব্যক্তি জীবনেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন।
গত ২০০৬-এ বিসমিল্লা খানের মৃত্যুর পর থেকে তাঁর পরিবারের দাবি ছিল, উস্তাদের স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হোক। তাতে প্রদর্শিত হোক বিসমিল্লার বিভিন্ন স্মারক। তবে এক শতক পেরিয়েও সে আশা অপূর্ণই থেকে গিয়েছে।
গরিব ছিন্নমূল শিশুদের জন্য তিনি অকাতরে বিলিয়ে দিতেন যথাসাধ্য। কিংবদন্তি সানাই-বাদকের সেই ভিটে-মাটি গুঁড়িয়ে দিয়ে ঐতিহ্য, ইতিহাসের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হল। নিঃশব্দ, নীরবে স্মৃতির অন্তরালে চলে গেলেন ভারতীয় সংস্কৃতি জগতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ।

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version